নিজস্ব প্রতিবেদক:
লন্ডনে বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। শুক্রবার 12/09/2025 সন্ধ্যায় স্থানীয় এক সভা শেষে মাহফুজ আলম বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার সময় উপস্থিত ব্যক্তিরা জানান, একদল লোক হঠাৎ এগিয়ে এসে মাহফুজ আলমের গাড়ির দিকে ধাওয়া দেয়। নিরাপত্তা কর্মীরা দ্রুত তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি, তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মাহফুজ আলম স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমি বিশ্বাস করি যুক্তরাজ্যের মতো দেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সবাইকে শান্তিপূর্ণ উপায়ে ভিন্নমত পোষণ করতে হবে।”
এ ঘটনায় এখনো কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হয়নি। ব্রিটিশ পুলিশ বলছে, তারা অভিযোগ খতিয়ে দেখছে এবং ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
লন্ডন আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
