বিশ্ব শিক্ষক দিবস-২০২৫উপলক্ষে গৌরনদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত‎

গৌরনদী প্রতিনিধি

বিশ্ব শিক্ষক দিবস২০২৫ উপলক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও শিক্ষক সমাজের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর, রবিবার, বেলা ১১টায় র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম।

‎​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ ইব্রাহিম শিক্ষক সমাজের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আজকের এই দিনে আমি আপনাদের প্রতি আহ্বান জানাইআপনারা শিক্ষার্থীদের মধ্যে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বীজ বপন করুন। স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট নাগরিক প্রয়োজন, আর সেই নাগরিক তৈরির মূল দায়িত্ব আপনাদেরই।তিনি শিক্ষা ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন এবং শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। ‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন। ‎​এতে বক্তব্য রাখেন বরিশাল জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছুর রহমান, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ বাবু, আল হেলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শাহাদাত হোসেন, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। ‎​প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানেঅন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বিল্লগ্রাম শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেন, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহিন, সাংবাদিক সোলায়মান তুহিন, এ এস মামুন প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।