গাজীপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

শাশুড়ি-ননদের বিরুদ্ধে হত্যা মামলা

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

মৃতের পরিবার অভিযোগ, ইতি আক্তারকে শাশুড়ি ও ননদ মিলে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। তবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে দাবি করা হচ্ছে, এটি ইতির আত্মহত্যা। ইতি আক্তার কাপাসিয়ার রানীগঞ্জ ইউনিয়নের ঘিঘাট গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। তার স্বামী আকতার হোসেন সৌদি আরব প্রবাসী।

ইতির মা বিলকিস বেগম বলছেন ,বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার ছিলেন। তিনি বলেন, ৫ বছর হলো মেয়ের বিয়ে হয়েছে। নির্যাতন সহ্য করেই সংসার করেছে। নির্যাতনের কারণে বহুবার বাবার বাড়িতে ফিরলেও স্বামীর অনুরোধে আবারও শ্বশুরবাড়ি পাঠানো হতো।

ইতির ভাবি শারমিন আক্তার অভিযোগ করেন, ঘরের বারান্দায় ইতির ঝুলন্ত দেহ দেখতে পান তারা। গলায় দাগ ছিল স্পষ্ট। তিনি বলেন, এটি নিছক আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।

অন্যদিকে, মৃতের ননদ মিনারা খাতুন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ভাবির সঙ্গে আমাদের কখনো বড় ধরনের ঝগড়া হয়নি। ভাই প্রবাসে থাকায় তিনি বাবার বাড়িতে বেশি সময় কাটাতেন। মা হয়তো মাঝে মাঝে কটু কথা বলেছেন, কিন্তু হত্যার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, পুলিশ বলছে ময়নাতদন্তের পরই সব পরিষ্কার হবে।