গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৫ জন।

ইসরাইলি সেনারা স্থল আক্রমণ আরও জোরদার করেছে। যদিও তারা গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলকে ‘নিরাপদ মানবিক অঞ্চল’ ঘোষণা করে ফিলিস্তিনিদের সেখানে সরে যেতে নির্দেশ দিয়েছিল, তবুও এসব অঞ্চলেই হামলা অব্যাহত রেখেছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, জনগণকে বিভ্রান্ত করতে ইসরাইল এ ধরনের ঘোষণা দিলেও বাস্তবে তারা বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করছে। বিবৃতিতে বলা হয়, ১১ আগস্ট গাজা সিটি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতি শুরু হওয়ার পর থেকে মধ্য ও দক্ষিণ গাজায় ১৩৩টি হামলায় এক হাজার ৯০৩ জন নিহত হয়েছেন। যা সেই সময়ের মধ্যে গাজাজুড়ে মোট মৃত্যুর প্রায় ৪৬ শতাংশ।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। বলা হয়, দক্ষিণে সরে যেতে বলেও বেসামরিকদের ওপর হামলা চালানো হচ্ছে, আর বিশ্বের নিষ্ক্রিয়তা কার্যত গণহত্যার জন্য ‘সবুজ সংকেত’ হিসেবে কাজ করছে।

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর থেকে গাজা সিটিতে হামলা আরও বেড়েছে এবং আল-শিফা হাসপাতালে হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।

ইসরাইলি হামলা বৃদ্ধির কারণে গাজা সিটির কয়েকটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সেনারা শহরটি দখল করে প্রতিদিন আরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার সকালে জর্ডান ফিল্ড হাসপাতালেও ইসরাইলি বাহিনী ভারী বোমাবর্ষণ চালায়। এ ঘটনায় হাসপাতালের ১০৭ জন রোগী ও সমস্ত কর্মীকে সরিয়ে নিতে বাধ্য করা হয়।