ভারতে অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত ৩৮

ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে অভিনেতা ও তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) দলের সভাপতি থালাপতি বিজয়ের জনসভায় ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম. সুব্রামানিয়ানের বরাতে এনডিটিভি জানায়, নিহতদের মধ্যে ১০ শিশু, ১৭ নারী ও ১১ জন পুরুষ রয়েছেন।

দীর্ঘক্ষণ অপেক্ষার পর দুর্ঘটনা

স্থানীয় হাসপাতালের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সমর্থক। তারা প্রায় ছয় ঘণ্টা ধরে সমাবেশস্থলে অপেক্ষা করছিলেন। তবে বিজয় দেরি করে পৌঁছালে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়, আর তখনই পদদলনের ঘটনা ঘটে।

হাসপাতালে ভিড়

কারুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় ৫০০ জনকে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে আনা হচ্ছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথম জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সরকারের পদক্ষেপ

ঘটনার খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে তদারকির নির্দেশ দিয়েছেন।

স্টালিন এক্স-এ দেওয়া তামিল ভাষার পোস্টে লিখেছেন, “করুর থেকে আসা খবর উদ্বেগজনক। পদদলনের ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছি।”

ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা

আজকের এই জনসভাটি ছিল বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ। বিপুল সংখ্যক মানুষ এতে যোগ দেন। অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়ির কারণে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন, এবং মুহূর্তেই মর্মান্তিক পদদলনের ঘটনা ঘটে।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে