March 7, 2021, 6:14 pm
১৩ই ফেবরুয়ারি ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে আহানাফ শান্ত এর নতুন শর্ট ফ্লিম খুনসুটি
এতে লিড কাস্ট হিসাবে অভিনয় করেছেন, আহানাফ শান্ত এবং রিয়া চৌধুরী। পাশাপাশি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মেহরাজ খান অপি।
গল্পটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে ডিরেকশন এ আছেন মোহাম্মদ রনি। এর আগেও আমরা GO ENTERTAINMENT এ মোহাম্মদ রনির কর্মদক্ষতা দেখেছি। মোহাম্মদ রনি বর্তমান সময়ের ইয়াং জেনারেশন দের জন্ন্যে একটি অপেক্ষার নাম। কারণ তার কাজের একটা আলাদা দর্শক প্রিয়তা তৈরী হয়েছে ইউটিউব ইন্ডাস্টিতে।
আহানাফ শান্ত তার চ্যানেলে মূলত তার লাইফ স্টাইল vlog এবং তার অভিনীত শর্টফিল্ম প্রচার করে থাকেন। আহনাফ শান্ত খুব প্রফেশনাল একজন পোস্টার ডিজাইনার। আমাদের দেশের মিডিয়া তে তার করা ভিজুয়াল পোস্টের এর ব্যাপক চাহিদা আছে।
খুনসুটি তার অভিনীত প্রথম একক শর্টফিল্ম। খুব শীঘ্রই তিনি আরো কিছু ভালো মানের কাজ আমাদের উপহার দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
খুনসুটি শর্টফিল্ম টি আগামী ১৩ই ফেবরুয়ারি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
এই শর্টফিল্মটির কারিগড়ি সহযোগিতায় ছিল Go Entertainment .